নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া এলাকায় নাসির (২৫) নামে এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে আটক করেছে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৭ জুন) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাৎ হোসেন। তিনি বলেন, নাসির হত্যাকাণ্ডে ৯ জনের নামে এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জন নিয়ে মামলা রেকর্ড হয়েছে। আজ সকালে একজনকে আটক করে আদালতে প্রেরণ করেছি। বাকিদের আটকের জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, মঙ্গলবার (২৫ জুন) রাতে প্রকাশ্যে ছুরিকাঘাত করে মন্ডলপাড়া মোড় এলাকায় এক যুবককে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত নাসির জেলার সদর উপজেলার ফরাজিকান্দা আল আমিন নগর এলাকার বাবুল শেখের ছেলে। তিনি হোসিয়ারিতে শ্রমিকের কাজ করতেন। জানা গেছে, রাতে মাদকের কারবার নিয়ে দ্বন্দ্বে তাকে বাড়ি থেকে সেখানে ডেকে নিয়ে গিয়ে প্রকাশ্যে ছুরিকাঘাত করা হয়। পরে দ্রুত সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নিহতের ভাই আল আমিন জানিয়েছিলেন, তাদের নিজস্ব হোসিয়ারী আছে। তার ভাই নাসির তার হোসিয়ারিতেই কাজ করতো। সন্ধ্যায় সে গেঞ্জি কেনার জন্য মন্ডলপাড়া এলাকায় আসে। এসময় আলম, শহীদ ডোমের ছেলে ম্যঙ্গোসহ কয়েকজন মিলে তার ভাইকে কুপিয়ে হত্যা করে।
হাসান আহমেদ প্রান্ত/এমএ