বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
spot_img

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাই মোয়াজ্জেম গ্রেফতার

মোবারক হাসান নাহিদ, কুড়িগ্রাম: সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং কুড়িগ্রাম-০৪ আসনের এমপি জাকির হোসেনের ভাইকে গ্রেফতার করে আজ শনিবার জেলা হাজতে প্রেরণ করেছে কুড়িগ্রামের রৌমারী থানা পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওই ব্যাক্তির নাম মোয়াজ্জেম হোসেন ওরফে মাসুম মন্ডল। তিনি সাবেক এমপি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকিরের চাচাতো ভাই। বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ওসি মো. মামুনুর রশীদ।

জানা যায়, গত ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের খেদাইমারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারিদের মারপিট, জখম, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন আব্দুল ওহাব মন্ডল নামের এক শিক্ষক। এতে সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকিরের হুকুমে হামলা হয়েছে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় এজাহার নামীয় ২৫ জনের নাম উল্লেখ করে ও ৮০ জনকে অজ্ঞাত করে মামলা রেকর্ড করা হয়। এ মামলায় মোয়াজ্জেমকে গ্রেফতার করা হয়।

রৌমারী থানার ওসি মো. মামুনুর রশীদ সাংবাদিকদের জানান, গ্রেফতার মোয়াজ্জেমকে শনিবার কুড়িগ্রাম জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর