বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
spot_img

টঙ্গীতে তুচ্ছ ঘটনায় ছাদ থেকে ফেলে চালককে হ-ত্যা

সাব্বির মাহমুদ সজীব, টংগী: টঙ্গীতে চারতলা ভবনের বেষ্টনীবিহীন তৃতীয় তলার ছাদে ঝগড়াঝাটি করতে গিয়ে চালককে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় দারোয়ান। পরদিন চিকিৎসাধীন অবস্থায় আহতের মৃত্যু হলে হত্যা মামলা হয়।

মঙ্গলবার ভোরে চট্টগ্রাম থেকে আসামিকে গ্রেফতার করার পর টঙ্গী থানা পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করে আসামি। মঙ্গলবার বেলা ১১টায় টঙ্গী পূর্ব থানা পুলিশ এই তথ্য জানায়।

ঘটনার বিবরণে প্রকাশ, ১৯ ফেব্রুয়ারি বিকাল ৫টায় টঙ্গীর ঝিনু মার্কেট এলাকায় একটি বহুতল ভবনের দারোয়ান কার্ত্তিক কৈরী ওরফে নিখিল (২৮) ওই ভবনের বেষ্টনীবিহীন তৃতীয় তলার ছাদে একই ভবন মালিকের গাড়ি চালক রানা গিলবার্ট ক্রুশের (৩৭) সঙ্গে ঝগড়ার একপর্যায়ে উত্তেজিত চালক রানাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় দারোয়ান নিখিল। গুরুতর আহত অবস্থায় পরদিন ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৫টায় ঢাকার উত্তরার এভারকেয়ার হাসপাতালে রানা মারা যান।

নিহত রানা গিলবার্ট ক্রুশ (৩৭) টঙ্গীর পাগার ঝিনু মার্কেট এলাকার রাখাল গিলবার্ট ক্রুশের ছেলে। তিনি স্থানীয় সেবাষ্টিন পিউরিফিকেশন নামে এক ব্যক্তির গাড়ি চালক ছিলেন। আসামি নিখিল একই মালিকের বাসার দারোয়ান। কার্ত্তিক কৈরী ওরফে নিখিল (২৮) মৌলভীবাজার জেলার কুলাউরা থানার কালিটি ইটি (চা বাগান) গ্রামের লছমী নারায়ন কৈরীর ছেলে।

টঙ্গী পূর্ব থানার এসআই ইয়াসিন আরাফাত বলেন, আসামি হত্যা করার কথা স্বীকার করেছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আসামিকে আদালতে পাঠানো হয়েছে

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর