শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img

নীলফামারীতে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হল আঞ্চলিক ইজতেমা

সেলিম রেজা, নীলফামারী: নীলফামারীতে তিন দিনব্যাপী জেলার আঞ্চলিক ইজতেমা গত বৃহপতিবার(৩১অক্টোবর)  জেলার সদর উপজেলার দারোয়ানী টেক্সটাইল মিলস কলোনী মাঠে ফজর নামাজের পরে আম বয়ান পেশের মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।  শনিবার (২ নভেম্বর) বেলা ১২টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় এই ইজতেমার আনুষ্ঠানিকতা। 

মোনাজাত করেন ঢাকা কাকরাইল মসজিদের খতিব মাওলানা মবিন বিন ইইউসুফ। এছাড়াও বিভিন্ন দেশের অনেক ইসলামিক চিন্তাবিদরা উপস্থিত হয়েছেন এবারের ইজতেমায়। মানব কল্যাণের পাশাপাশি তারা দ্বীনের দাওয়াত, ধর্ম ও আখিরাত সম্বন্ধে মূল্যবান বয়ান পেশ করেন ইজতেমায়। ইজতেমা শুরুর একদিন আগে থেকেই এখানে উপস্থিত হন দেশের প্রতি জেলার তাবলিক জামায়াতের কমিটির সদস্যরা ও ধর্মপ্রাণ সাধারণ মুসলমানরা। লাখো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে শান্তিপুর্ণ পরিবেশে শেষ হয় ইজতেমার কার্যক্রম।

আখিরি মোনাজাতে দেশবাসীর কল্যাণ সাধন করা হয়। আর যেনো সংকটময় মুহূর্ত তৈরী না হয়। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের জন্য মোনাজাত করা হয়।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর