সোমবার, মে ২০, ২০২৪
spot_img

সব শেষ তৃণমূল বিএনপি’র

প্রধান বিরোধীদল হবার ঘোষণা দিয়ে সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনীতিতে ‘কিংস পার্টি’ হিসেবে পরিচিতি পাওয়া তৃণমূল বিএনপির একজন প্রার্থীও কাঙ্খিত জয় তুলে নিতে পারেননি। দলটির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ১০ হাজার ভোটারের কোটা ছুঁতে সক্ষম হলেও মহাসচিব তৈমূর আলম খন্দকার পেয়েছেন মাত্র ৩ হাজার ১৯০ ভোট। ৪ হাজারের কিছু বেশি ভোট পেয়ে পরাজিত হয়েছেন নাজমুল হুদার মেয়ে ও তৃণমূল বিএনপির নির্বাহী চেয়ারপারসন অন্তরা হুদা।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আলোচিত প্রার্থী তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার পেয়েছেন মাত্র ৩ হাজার ১৯০ ভোট। তিনি শুরু থেকে শক্ত প্রার্থী হিসেবে নিজেকে দাবি করলেও ফলাফল পুরোপুরি বিপরীত। এমন লজ্জাস্কর হারের পর তৈমূর আলম খন্দকার নির্বাচন সুষ্ঠু হয়নি বলে অভিযোগ করেছেন। তবে তিনি ভোট বর্জনের ঘোষণা দেননি।

এর আগে ২০২২ সালের জানুয়ারিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। পরে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ হারান তিনি।

এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে দলের অন্যান্য প্রার্থীদের অধিকাংশই জামানত হারিয়েছেন। সব মিলিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে সব হারিয়েছে বহুল আলোচিত দলটি। 

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর