মোঃ রাব্বি হাওলাদার, বেতাগী (বরগুনা): বরগুনার বেতাগীতে প্রথমবারের মতোন নতুন পথপ্রার্থী খলিলুর রহমান, উঠান বৈঠক আয়োজন করে পুরো উপজেলায় তাক লাগিয়ে দেয়, স্থানীয় বাসিন্দারা উপস্থিত হয়ে প্রার্থীদের কাছে প্রশ্ন করেন বেতাগী উপজেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে।

উঠান বৈঠকে জানিয়েছেন নিজের কোন চাওয়া নেই তবে গরিব দুঃখীর জন্য কিছুটা করতে চাই আমি চাই প্রতিটা মানুষ তিন বেলা সুন্দর মত যেন খেতে পারে আমি বারবার হতে চাই না একবার আমাকে বানিয়ে দেখেন।
আজ সারাদিন সকাল থেকে শুরু হয়েছে বিশাল মিছিল খলিলুর ভাই , খলিলুর ভাই করে রাস্তাঘাট সহ বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়েছে মার্কা কি মোটরসাইকেল, এবং মিছিলে বিশেষভাবে যারা অংশগ্রহণ করেছেন, এলাকার প্যানেল চেয়ারম্যান মোস্তফা কামাল, হায়দার, রাজিব, ফিরোজ, রাব্বি, রাসেল, জাকির, অনেকি সংশ্লিষ্ট ছিলেন।
আরো দেখা গেছে যে বিভিন্ন গ্রামে গিয়ে মোটরসাইকেল মার্কার বিভিন্নভাবে তারা ভোটারদের সাথে কথা বলছেন, এবং তাদের আবদার গুলো শুনছেন, তার পাশাপাশি তাদের কি কি সমস্যা রয়েছে সেগুলো তারা দেখছে তবে পদপ্রার্থীর একটাই কথা আপনাদের যত আবদার আমি পূরণ করে দিব ইনশাল্লাহ আরও জানিয়েছেন যে,
আমার উপজেলার কোন জায়গায় সমস্যা থাকবে না, প্রত্যেকটা রাস্তা পেইজ ঢালাই করে দেওয়া হবে, আবার ধান রপনে সমস্যা থাকবে না আমি পানির ব্যবস্থা করব প্রয়োজনে কালমাট তৈরি করা হবে, এই পদপ্রার্থীর কথা শুনে জনতারা খুবই খুশি হাসি ফুটেছে তাদের মুখে,
এবং দেখা গেছে পদপ্রার্থী যেখানেই যাচ্ছে সেখানেই দীর্ঘ সময় ধরে চলে সাধারণ জনতার প্রশ্ন,
এই অনুষ্ঠানে উপদেষ্টা ছিলেন বেতাগী উপজেলার, প্যানেল চেয়ারম্যান মোস্তফা কামাল, ছিলেন অন্যান্য গনমাধ্যম কর্মীরা