মোঃ আলমগীর, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের কমীসভায় বিশাল বহর নিয়ে প্রবেশ করেন জেলা ছাত্রলীগের পদ প্রত্যাশী সুমন পারভেজ।
শনিবার (১৭ ফেব্রুয়ারী) ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড একত্রিত হয়ে কয়েকশ ছাত্রদের বহর নিয়ে জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে প্রবেশ করেন তিনি।
জানা যায়, “স্মার্ট বাংলাদেশ” গড়ার লক্ষ্যে ছাত্র সমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে কমিটি গঠনের উদ্দেশ্যে বাংলাদেশ ছাত্রলীগ ঠাকুরগাঁও জেলা শাখার এক বিশাল কর্মীসভার আয়োজন করা হয়। পৌর শহরের জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
কর্মীসভা সফল ও স্বার্থক করতে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের পদ- প্রত্যাশী সুমন পারভেজের নেতৃত্বে বিশাল একটি বহর জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে প্রবেশ করতে দেখা যায়। এর আগে দীর্ঘ সময় ধরে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ডে ছাত্ররা জড়ো হতে থাকে। পরে কয়েকশ ছাত্র- নিয়ে বিশাল বহর তৈরী করে বিভিন্ন শ্লোগান দিতে দিতে সভাস্থলে প্রবেশ করেন।
এত সংখ্যক ছাত্র বিশেষ করে ছাত্রদের নিয়ে বিশাল বহর তৈরী করে সভাস্থলে যেতে এর আগে দেখা যায়নি বলে জনসাধারণকে মন্তব্য করতে শোনা যায়