সোমবার, মে ২০, ২০২৪
spot_img

ব্রাজিলকে হারানো তরুণদের নিয়ে যা জানালেন মেসি

প্যারিস অলিম্পিকের টিকিট পেতে সহজ সমীকরণ ছিল ব্রাজিলের সামনে। ড্র করলেই পেয়ে যেতো অলিম্পিকের টিকিট। অন্যদিকে জয়ের বিকল্প ছিল না আর্জেন্টিনার সামনে। সেই কঠিন কাজই করে ফেলেছে আলবিসেলেস্তারা। ব্রাজিলকে বিদায় করে অলিম্পিকের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তারদের এমন জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন লিওনেল মেসি।

দলের এমন দাপুটে জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন মেসি। ফলাফলের স্ক্রিনশট দিয়ে ইন্সটাগ্রামে স্টোরিতে আটবারের ব্যালন ডি’অর জয়ী লিখেছেন ‘ভামোস’। স্প্যানিশ এই শব্দের অর্থ- এগিয়ে যাও। নিচে চারটি হাততালির ইমোজি এবং আর্জেন্টিনার পতাকা।

গত মাসে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে খেলতে আগ্রহী মেসি। তার সতীর্থ আনহেল ডি মারিয়াও খেলতে আগ্রহী। নিয়ম অনুযায়ী অনূর্ধ্ব-২৩ দল অলিম্পিকে অংশগ্রহণ করে থাকে। তবে মূল পর্বে তিনজন বেশি বয়সী খেলোয়াড় রাখার নিয়ম আছে। ওই কোটাতেই মেসি-মারিয়ারা খেলতে পারবেন।

দুজনের সাবেক সতীর্থ হাভিয়ের মাসচেরানো আবার এই দলটির কোচ। তিনি দুজন অভিজ্ঞ তারকাকেই পেতে আগ্রহী, ‘লিও ও ডি মারিয়া বেছে নেওয়ার অধিকারটা অর্জন করেছে। ফলে তারা যদি অলিম্পিকে খেলতে চায়, সেটা অবশ্যই পারবে।’

অলিম্পিক গেমস শুরু ২০ জুন। চলবে ১৪ জুলাই পর্যন্ত।

এসএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর