সোমবার, মে ২০, ২০২৪
spot_img

অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন লিটন দাস

অনেকটা দীর্ঘ সময় ধরেই জাতীয় দলের দুই সাবেক তামিমের উত্তরসূরি হিসেবেই ভাবা হচ্ছিল লিটন দাসকে। মনে হচ্ছিল পূর্ণ মেয়াদে তার অধিনায়কত্ব পাওয়া সময়ের ব্যাপার মাত্র। তবে ভাবনায় থাকলেও তিন সংস্করণের কোনোটির নেতৃত্বই পাননি লিটন দাস। বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। সোমবারের (১২ ফেব্রুয়ারি) বোর্ড সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তবে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অভিব্যক্তিতে লিটন জানালেন, অধিনায়কত্ব এখন তার কাছে অতীত, আপাতত বিপিএলেই সব ফোকাস দিতে চান।

গত কয়েক বছর ধরেই জাতীয় দলের সহঅধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন লিটন দাস। তাদের অনুপস্থিতিতে বাংলাদেশ দলের নেতৃত্বের ভারও সামলেছেন। সাকিব-তামিম পরবর্তী যুগে অধিনায়কের দৌড়ে এগিয়ে থাকলেও তিন সংস্করণের একটিতেও নেতৃত্ব পেলেন না তিনি।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) টাইগারদের তিন সংস্করণের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর মঙ্গলবার বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে দারুণ এক জয়ের পর গণমাধ্যমের মুখোমুখি হন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন দাস। সেখানে ওঠে আসে অধিনায়কত্ব না পাওয়ার প্রসঙ্গ।

গত বিশ্বকাপে সাকিবের অনুপস্থিতিতে দুই ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন শান্ত। এরপর দেশের মাটিতে ও দেশের বাইরে গিয়েও নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে প্রথমবারের মতো কিউইদের মাটিয়ে ওয়ানডে জয়ের নজির গড়েছে বাংলাদেশ। সবকিছু মিলিয়ে দীর্ঘ সময় ধরে লিটন বিবেচনায় থাকলেও শেষদিকের পারফরম্যান্সে শান্তকেই বেশি যোগ্য মনে করেছে বোর্ড। আর বোর্ডের ধারণা নেতৃত্ব না থাকলে নিজের ব্যাটিংয়ের ওপর বেশি ফোকাস রাখতে পারবেন লিটন।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর