বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
spot_img

মারুফা-সুলতানার বোলিং তোপে দিশেহারা অস্ট্রেলিয়া

বাংলাদেশের বিপক্ষে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়ার নারী দল। মিরপুরে বৃহস্পতিবার (২১ মার্চ) ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়েছে সফরকারীরা। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়ার নারী দল।

মেঘলা আবহাওয়ায় টস হেরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি অ্যালিসা হিলির দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৫.১ ওভার শেষে ৭৮ রানে ৫ উইকেট।

অজি নারীদের ব্যাটিং লাইন আপে প্রথম আঘাত হানেন অফস্পিনার সুলতানা খাতুন। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম ম্যাচে ফিবি লিচফিল্ডকে বোল্ড করেন তিনি। ফিবি গত মাসে আইসিসির সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন। এরপর সুলতানা তুলে নেন সদ্য শেষ হওয়া নারী আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক অ্যালিস পেরির উইকেট।

দুই উইকেট হারিয়ে বিপদে পড়া অজি নারীরা আরও বড় বিপদে পড়ে অধিনায়ক হিলির উইকেট হারিয়ে। আর দলীয় ৪৮ রানে তাহলিয়া ম্যাকগ্রার উইকেট হারায় তারা।

শক্তিমত্তা আর অর্জন যেকোনো দিক থেকে বিবেচনা করলে অস্ট্রেলিয়ার চেয়ে যোজন যোজন পিছিয়ে আছে বাংলাদেশ। তবুও অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করতে প্রস্তুত টাইগ্রেসরা। এদিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার নারী দল এসেছে বাংলাদেশ সফরে। ২০১৪ সালে একবার বাংলাদেশের এসেছিল অস্ট্রেলিয়ার নারী দল। সেটা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর