শনিবার, মে ১৮, ২০২৪
spot_img

এই ভোট গণতন্ত্র রক্ষা করার ভোট, সংবিধান রক্ষা করার ভোট : চিফ হুইপ

উৎসবমুখর পরিবেশে মাদারীপুরে ভোটগ্রহণ চলছে। মাদারীপুর-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী রোববার (৭ জানুয়ারি) সকালে দত্তপাড়া টিএনএকাডেমি কেন্দ্রে মা, স্ত্রীসহ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ভোট দেন। চিফ হুইপের সঙ্গে এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলার আরও ২টি আসনেও উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করছেন।

আওয়ামী লীগ প্রার্থী চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, সকালে ভোট দিলাম। এই ভোট গণতন্ত্র রক্ষা করার ভোট, সংবিধান রক্ষা করার ভোট, সব ষড়যন্ত্র মোকাবিলা করার ভোট। আমার বিশ্বাস জনগণ ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতায় বসাবে। আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় বসাবে। এবং আমাদেরকে দেশের মানুষের সেবা করার সুযোগ দেবে। ভোট উৎসবমুখর হচ্ছে। মানুষের মধ্যে অনেক আগ্রহ রয়েছে ভোট দেওয়ার জন্য। আমরা যখনই ভোটারের কাছে গিয়েছি, বিভিন্ন মিটিংয়ে গিয়েছি ভোট চাওয়ার জন্য আমার মনে হয় মানুষ আগের চেয়ে আরও বেশি আনন্দ নিয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। বাংলাদেশের মানুষ যখনই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে তখন তারা ভোট দিয়েছে এবং তাদের সিদ্ধান্ত সব সময় সঠিক হয়েছে। আমরা মনে করি এবারও বিপুল পরিমাণ মানুষ ভোট দেবে এবং ভোটের মাধ্যমেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করা হবে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, মাদারীপুর-১ আসনে নির্বাচনে অংশ নিচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী নূর-ই আলম চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী মোতাহার হোসেন সিদ্দিক, বাংলাদেশ তরিকত ফেডারেশন তোফাজ্জেল হোসেন খান। শিবচর উপজেলার ১৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত মাদারীপুর-০১ আসন। এখানে মোট ভোটার ৩ লাভ ১ হাজার ২০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৪২১ জন, ১ লাখ ৪৩ হাজার ৭৮১ জন নারী ভোটার ও হিজড়া ৩ জন।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর