বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫
spot_img

পঞ্চগড় সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গু’লি, ফে’ন’সি’ডি’ল জব্দ

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারত থেকে, বাংলাদেশে অবৈধ মালামাল পাচারের চেষ্টাকালে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৮ ব্যাটালিয়ান বিজিবি)। বৃহস্পতিবার (২৯ আগস্ট) গভীর রাতে পঞ্চগড় জেলার মিস্ত্রীপাড়া সীমান্তে এই ঘটনা ঘটে।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে পঞ্চগড় ১৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চোরাকারবারিরা বাংলাদেশ সীমান্তে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে এবং সতর্কতামূলক গুলি চালায়। যদিও এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি, তবে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ার সময় ৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল ফেলে যায়, যা বিজিবি উদ্ধার করেছে।

বিজিবি সূত্রে আরও জানা যায়, চোরাকারবারিরা ধারালো অস্ত্র নিয়ে বিজিবির দিকে অগ্রসর হলে তাদের প্রতিহত করতে বিজিবি দুই রাউন্ড গুলি চালায়। এরপর তারা ভারতীয় এলাকায় পালিয়ে যায়।

মেহেদী হাসান মিরাজ/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর