সোমবার, মার্চ ২৪, ২০২৫
spot_img

পিকআপ ভ্যানের চাপায় ঝরে গেল স্কুলছাত্রের প্রাণ

সাভার প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে পিকআপ ভ্যানের চাপায় শুভঙ্কর (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেরুয়ারী) সন্ধ্যায় ধামরাই উপজেলার সূয়াপুর ইউনিয়নের সুয়াপুর বাজারে এমন ঘটনাটি ঘটে। এই ঘটনায় পিকআপটি আটক করেছে এলাকাবাসী।

বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক এসআই জিয়াউর রহমান। তিনি বলেছেন, পিকআপটিকে আটক করা গেলেও গাড়ী চালক পালিয়ে গেছে। নিহত শুভঙ্কর সূয়াপুর বাজারের পশ্চিম পাশে বসবাসরত বাবুনালের ছেলে। সে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, আজ (৬ ফেব্রুয়ারী) বিকেলে সাভার থেকে একটি পিকআপ মাল বোঝায় করে সূয়াপুর বাজারে আসার সময় রাস্তার পাশে শুভঙ্কর নামে শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা ধামরাই থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে গাড়ীটিকে আটক করা গেলেও চালক পালিয়ে যায়।

এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক এসআই জিয়াউর রহমান জানিয়েছেন, সূয়াপুর এলাকার সূয়াপুর বাজারের পাশে একটি পিকআপ চাপায় স্কুল ছাত্রের মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে গাড়ীটি আটক করা হয়। এর আগেই চালক পালিয়ে গেছে। মরদেহটি তার পরিবারের কাছে আছে।

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর