কুড়িগ্রামের চিলমারী উপজেলায় অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে বাঁধা প্রদান করায় বাবলু মিয়া (৩৬) নামে এক যুবককে ৬দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে উপজেলা ইউএনও।
আজ বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারী) তাকে এ কারাদণ্ড প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী উপজেলা ইউএনও সবুজ কুমার বসাক। বাবলু মিয়া উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কয়ারপাড় এলাকার গোলজার হোসেনের ছেলে।