মোঃ রাব্বি হাওলাদার, বেতাগী (বরগুনা): বেতাগীর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির নিজেই পরিদর্শন করতে নেমেছেন পৌর শহরে। ঘূর্ণিঝড় রেমাল এতটাই শক্তিশালী ছিল যে দুমড়ে মুচড়ে নিয়ে গেছে প্রতিটা ঘর।
বিকাল ৪টা থেকে দেখছেন প্রতিটা ঘর এবং তার সাথে শুনছেন প্রতিটা মানুষের কথা। এ যেন কান্নার আহাজারি। মেয়রকে বাসিন্দারা জানিয়েছেন আমাদের কিছু চাইনা শুধু আমাদের বসত বাড়িটা ঠিক করে দিন।
মেয়র জানিয়েছেন, আপনাদের সবকিছুই ঠিক করে দেওয়া হবে। আপনারা কোন চিন্তা করবেন না। এতেও থামছে না সাধারণ মানুষের কান্না। পড়েছে ঘরের উপরে গাছ কারো আবার উড়িয়ে নিয়ে গেছে চাল।
তিনি আরও জানিয়েছেন, যতটা সম্ভব আমরা করব। একে একে প্রতিটা মানুষের কথা শুনেছি, তবে ঘূর্ণিঝড় রেমাল এতটাই আঘাত আনবে তা কারো জানা ছিল না। আমাদের বরগুনা জেলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত বিদ্যুৎ বন্ধ রয়েছে, তবে আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে।