শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img

প্রতিবন্ধী পরিবারের পাশে সমাজদর্পণ মানবিক ফাউন্ডেশন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: পাথরঘাটা থানাধীন কাকচিড়ার রূপধন গ্রাম, জীবন সায়াহ্নে হামেদ আলী, প্রত্যন্ত অজপাড়া গায়ের এক দরিদ্র পরিবারে জন্ম। জন্মের পর সুস্থই ছিল হামেদ আলী, শুরু করেছিলেন সংসার, হলো পরিবার-পরিজন সন্তান সন্ততি। অক্লান্ত পরিশ্রম আর দৃঢ় মনবল নিয়ে চলছিল দুই সন্তানের জনক হামেদ আলীর পরিবার। 

টানাপোড়নের সংসারে হামেদ আলীর জন্য হঠাৎ নেমে আসলো এক কঠিন পরীক্ষা, জন্ম হলো এক প্রতিবন্ধী কন্যা শিশুর। সৃষ্টির সিদ্ধান্ত মেনে নিয়ে স্নেহ ভালোবাসায় বড় করতে লাগলেন সন্তানদের। কিন্তু জীবনে আরও কঠিন নির্মম বাস্তবতার সম্মুখীন হবেন কল্পনাও করতে পারেনি হামেদ আলী।

প্রকৃতির এক অশুভ কালোছায়া আচ্ছন্ন করলো তার জীবন এবং সংসার, এক ঘাতক রোগ তার জীবনকে অন্ধকারে ডুবিয়ে দিল, হামেদ আলী সমস্ত জীবনের জন্য পঙ্গু হয়ে গেলেন। তার দুটি হাত বেঁকে গেল, একটি পা পক্ষাঘাতে আক্রান্ত হলো, মুখে জড়তা চলে আসলো, কথা বলা বন্ধ হয়ে গেল। শরীর শুরু করল নিয়ন্ত্রণহীন কম্পন। শুরু হলো হামেদ আলীর প্রতিবন্ধী জীবনের প্রস্তর কঠিন যাত্রা। 

এ যাত্রায় কিভাবে চলবে হামেদ আলীর পরিবার। কিভাবে স্ত্রী পরিজন এবং প্রতিবন্ধী শিশু কন্যার মুখে তুলে দিবেন আহার। জীবন বাঁচাতে হামেদ আলী বেছে নিলেন ভিক্ষাবৃত্তি। বাঁকা দুটি হাত, অচল অসাড় পা এবং দুর্বল কম্পমান শরীর নিয়ে নেমে গেলেন জীবন যুদ্ধে, এভাবে চলতে থাকলো যুগের পর যুগ। মানুষের জীবন কতকাল নিজে নিজে শক্তি সঞ্চার করতে পারে, কুঁজো হয়ে যায় শরীর পরিপূর্ণরূপে অচল হয়ে পড়েন হামেদ আলী। এক সময়ে প্রিয়তমা স্ত্রীও মায়ার বাঁধন ছিন্ন করে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গেলেন। হামেদ আলী হয়ে পড়লেন আরো নিঃসঙ্গ আরো একাকী আরো অসহায়। 

বিছানায় শায়িত হামেদ আলীর মৃত্যুর প্রহর গোনা ছাড়া আর কোন পথ খোলা নেই। ঠিক সেই সময়ে দুঃখ দুর্দশার অতল গহবরে নিমজ্জিত হামিদ আলীর পাশে আশার আলো নিয়ে হাজির হলো সমাজদর্পণ মানবিক ফাউন্ডেশন। 

সমাজদর্পণ মানবিক ফাউন্ডেশন একটি অরাজনৈতিক মানবসেবা মূলক প্রতিষ্ঠান। আমরা মনে করি সমাজের প্রতি প্রত্যেক মানুষের দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে স্থানীয় এবং প্রবাসী তরুণ যুবসমাজের নেতৃত্বে এবং অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান সমাজদর্পণ মানবিক ফাউন্ডেশন। সমাজদর্পণ মানবিক ফাউন্ডেশন, সমাজের পিছিয়ে পড়া অবহেলিত মানুষ নিয়ে এবং সমাজে সংগঠিত বিভিন্ন রকমের অসঙ্গতি নিয়ে কাজ করার মাধ্যমে সুন্দর এবং আদর্শভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে। 

এ যাত্রায় সমাজদর্পণ মানবিক ফাউন্ডেশন অসহায় প্রতিবন্ধী হামেদ আলীর পরিবারের পাশে, খাবার সহায়তা, বস্ত্র সহায়তা, এবং মেডিসিন ফান্ড নিয়ে হাজির হয়েছে। প্রতিবন্ধী হামিদ আলীর পরিবার নিয়ে সমাজদর্পণ মানবিক ফাউন্ডেশনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। হামিদ আলীর পরিবারকে ত্রৈমাসিক খাদ্য সহায়তা দানের প্রস্তাব ফাউন্ডেশনের উপদেষ্টা এবং কার্যকরী পরিষদে আলোচনাদিন রয়েছে। 

সমাজের বিত্তবান এবং সচ্ছল মানুষদের কাছে এ ফাউন্ডেশন আহ্বান জানিয়েছেন, ব্যক্তিগতভাবে কিংবা সমাজদর্পণ মানবিক ফাউন্ডেশনের মাধ্যমে মানবিক কাজে অংশগ্রহণ করে, সমাজের পিছিয়ে পড়া মানুষের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।

মোঃ মহিবুল ইসলাম/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর