মোঃ রাব্বি হাওলাদার, বেতাগী (বরগুনা): ঘূর্ণিঝড় রেমেলে ৮নং পৌর ওয়ার্ডে ব্যাপক খয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পৌর এলাকাবাসী। এখানকার বড় বড় গাছ ভেঙ্গে ফেলেছে ঘূর্ণিঝড় রেমাল। পৌর রোড লাইটের তার সহ খাম্বা পরেছে এই ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে।

বেশ কয়েকটি চাষের পুকুর পানিতে প্লাবিত হয়েছে এবং হাস, মুরগী, গবাদিপশু মরে ভেসেগেছে। ঘড়ের উপরে গাছ পরে ব্যপকক্ষতি হয়েছে অনেকের। টিনের চাল উরেগেছে অনেকের যা ব্যাপক ক্ষতির সামিল। থেমে থেমে বৃষ্টি হচ্ছে, মাঝে মাজে জোড় হাুওয়া সহ দমকা হাওয়া। স্বাভাবিক জোয়ারের চেয়ে কয়েক ফুট পানি বেড়েছে, তবে পানি নামতে শুরু করেছে।

বেতাগী বাজারের বহু দোকানে ও বসত ঘড়ে পানি উঠে দোকানের মালামাল ক্ষতি হয়েছে। অসহায় গৃহহীন মানুষ আশ্রয় নিয়েছে সাইক্লোন সেন্টারে। জনপ্রতিনিধি গন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রয়োজনিয় জিনিসপত্র ও খাবার দেয়া হচ্ছে।
তবে রাতে আবারও পানি হওয়ার আশংকা রয়েছে। যারা দেশ বিদেশ থেকে কল দিয়েছেন সর্বশেষ জানার জন্য তারা যোগাযোগ করতে পারছেনা ঠিক ভাবে। বিদ্যুৎ নেই গত ২ দিন ধরে ফোনে নেই নেটওয়ার্ক। তাই সবার সাথে যোগাযোগ করতে পারছেনা বলে জানিয়ে বাসিন্দারা।