মঙ্গলবার, মে ৭, ২০২৪
spot_img

ফরিদপুরের ভাঙ্গায় ইফতারের সময় ৪ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত

স্টাফ রিপোর্টার: ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইফতারের সময় ৪ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় উত্তেজিত জনতা স্থানীয় মুনসুরাবাদ বাজারের ৮ থেকে ১০টি দোকান ভাঙচুর করেছে। 

বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নে মুনসুরাবাদ, খাপুরা, মাঝিকান্দা ও সিংগারডাক গ্রামের বাসিন্দারা এই সংঘর্ষে জড়ায়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও মনসুরাবাদ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

স্থানীয়রা জানায়, কিছুদিন আগে মনসুরাবাদ গ্রামের আলি মোরশেদের ছেলে অষ্টম শ্রেণির ছাত্র সাজ্জাদের সাথে খাপুরা গ্রামের ইলিয়াচ শিকদারের ছেলে বায়েজিদের ঝগড়া হয়। পরদিন বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্যরা মিমাংসা করে দেয়। তবে বৃহস্পতিবার ইফতারের সময় সাজ্জাদ খাপুর গ্রামে গেলে বায়েজিদসহ তার লোকজন তাকে মারধর করে।

এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে মনসুরাবাদ গ্রামের লোকজন সাজ্জাদের পক্ষে এবং খাপুরা, সিঙ্গারডাক ও মাঝি কান্দা গ্রামের লোকজন বায়েজিদের পক্ষে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। এতে ঢাকা-খুলনা মহাসড়কে কিছু সময়ের জন্য যানবহন বন্ধ হয়ে যায়‌।

ভাঙ্গা থানার ওসি মামুনুর আল রশিদ জানান, ইফতারের আগ মুহূর্তে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, এ ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর