বিশেষ প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের ক্ষমতা ছেড়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে স্বৈরশাসক শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে দেশব্যাপী আনন্দ মিছিল নিয়ে রাজপথে নেমে পড়ে সাধারণ জনতা। আবার একই সাথে দেশের বিভিন্নস্থানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। তার ধারাবাহিক গাজীপুর মহানগরীতেও ব্যাপক ভাঙচুর করা হয়। গাজীপুরের আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ তাদের অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়া হয়। একপর্যায়ে মহানগরীর অনেকগুলো পয়েন্ট ধ্বংসস্তূপে পরিণত হয়।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় সেই ধ্বংসস্তূপ, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নামেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর শিক্ষার্থীরা। তারা প্রথমে তা’মীরুল মিল্লাতের মূল তোরণ থেকে পরিচ্ছন্ন অভিযান শুরু করেন। পরে গাজীপুরের বড়বাড়ি এলাকা থেকে টঙ্গীর কলেজগেট, খাঁ-পাড়া এলাকাসহ আশেপাশের বিভিন্ন অঞ্চলে পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করেন।
এসময় দেখা গেছে– শিক্ষার্থীরা তাদের মুখে মাক্স পড়ে, হাতে পলিব্যাগ বা বস্তা, হ্যান্ড গ্লাভস, ঝাড়ু, বেলচা ও খাবার পানি সাথে করে পরিষ্কার-পরিচ্ছন্ন কাজে নেমে পড়ে। ময়লা আবর্জনা পরিষ্কারকরণ কার্যক্রমে ব্যানার, পোস্টার, ফেস্টুন নিধন, ট্রাফিক মেইনটেইন, রোড সেফটিসহ শহরের সৌন্দর্য বৃদ্ধিকরণ এবং সড়কের শৃঙ্খলা নিশ্চিতে কাজ করেন।
শিক্ষার্থী মাকসুদুর রহমান জনতার বার্তাকে জানিয়েছেন– এদেশ আমাদের সকলের। সবাই দেশকে ভালোবেসে, যেভাবে স্বৈরাচার হাসিনাকে দেশত্যাগ করতে বাধ্য করেছে, তা চিরস্বরণীয় হয়ে থাকবে। এবার সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার শপথ নিবো। কোন হায়েনার হাতে এদেশকে ধ্বংস করার সুযোগ দেওয়া হবে না। যদি কোথাও কেউ ধ্বংসস্তূপের চেষ্টা করে, তাদেরকে শক্ত হাতে দমন করা হবে।
এদিকে শিক্ষার্থীদেরকে মহাসড়কের মোড়ে মোড়ে যাত্রী ও চালকদের ট্রাফিক আইন মাইকিং করে জনসাধারণকে সচেতন থাকার জন্য আহ্বান করতে দেখা গেছে। কেউ যেন অতিউৎসাহী হয়ে ভাঙচুর, হামলা, লুটপাট না করে সেদিকে সবাইকে সর্তক থাকার জন্যও অনুরোধ করতে দেখা গেছে।
আব্দুল্লাহ আল নাঈম/এমএ