মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪
spot_img

কোটা-বিরোধী আন্দোলনে উত্তাল কিশোরগঞ্জ

স্টাফ রিপোর্টার: কোটা পুনর্বহালের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে চলছে কোটা বিরোধী আন্দোলন। তারই ধারাবাহিকতায় আজ শনিবার (৬ জুলাই) সকাল ১১ টায় কিশোরগঞ্জ জেলার সাধারণ শিক্ষার্থীরা কোটা বিরোধী এক ছাত্র সমাবেশের ডাক দেয়। এতে অংশ নেয় কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ সহ অন্যান্য কলেজের শতাধিক কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী।

কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: জনতার বার্তা

২০১৮ সালের ৪ অক্টোবর প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে  সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রিসভার সিদ্ধান্তের একদিন পর জনপ্রশাসন মন্ত্রণালয় কোটা তুলে দেওয়ার চূড়ান্ত পরিপত্র জারি করে।

তারপর ২০২৪ সালের ৫ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ পরিপত্র অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। ফলে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল থাকছে। হাইকোর্টের এই রায়ের পর ঢাবি,চবি, রাবি সহ কিশোরগঞ্জেও চলছে এ কোটা বিরোধী আন্দোলন। 

কিশোরগঞ্জ জেলা শিক্ষার্থীদের কোটাবিরোধী সমাবেশে কোটার বিপক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন তারা। কোটা বিরোধী মিছিল এবং স্লোগানে উত্তাল হয় গুরুদয়াল কলেজ ক্যাম্পাস সহ শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান।

শিক্ষার্থীদের দাবি আদায় এবং যতদিন কোটা পদ্ধতি সংস্কার না হবে তাদের আন্দোলন আরো শক্তিশালী হবে বলে জানান তারা।

আশিকুর রহমান মাহফুজ/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর