শুক্রবার, মে ৩, ২০২৪
spot_img

কিশোরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জে দুইটি ডায়াগনস্টিক সেন্টারে উত্তীর্ণ রিএজেন্ট পাওয়া ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর কিশোরগঞ্জে সহকারী পরিচালক হৃদয় রঞ্জনের নেতৃত্বে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের সদর মডেল থানার বিপরীত পাশে মেঘনা ডায়াগনস্টিক সেন্টার ও যমুনা ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এসময় মেনস স্টাইল জেন্টস পার্লারে মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর কিশোরগঞ্জে সহকারী পরিচালক জনাব হৃদয় রঞ্জন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানে মেঘনা ডায়াগনস্টিক সেন্টার এবং যমুনা ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার এ বিভিন্ন মেডিক্যাল পরীক্ষার জন্য ব্যবহৃত মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট পাওয়া যায়।

যার ব্যবহারে ভুল রিপোর্ট প্রদান করার সম্ভাবনা তৈরি করার পাশাপাশি সেবা গ্রহণকারীগণ প্রতারিত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। এ কারণে দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে মেনস স্টাইল জেন্টস পার্লারে মেয়াদ উত্তীর্ণ নবরত্ন আয়ুর্বেদিক তেল, পিল অফ মাসক ব্যবহারের জন্য আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব শংকর চন্দ্র পাল এবং জেলা ক্যাব সভাপতি আলম সারওয়ার টিটুসহ আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর