শুক্রবার, মে ৩, ২০২৪
spot_img

কিশোরগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফাহিম (২০) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এনিয়ে এ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো তিন জন।

এ দুর্ঘটনায় লিজা (২৩) নামে এক নারী আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

ফাহিম উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া গ্রামের আবু বাক্কারের ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।

নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুছলেহ উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় ফাহিমের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের পাকুন্দিয়া উপজেলার বরাটিয়া এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নাঈম (২১) নামের এক যুবক মারা যান। গুরুতর আহত অবস্থায় তিনজনকে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শরীফ মিয়া (২৫) নামে অপর একজন মারা যান।

নিহত নাঈম উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া গ্রামের শহীদুল্লার ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন। কিছুদিন আগে ছুটিতে বাড়িতে আসেন।

অপরদিকে শরীফ মিয়া পৌর সদরের পাইকলক্ষীয়া গ্রামের আবুল কালামের ছেলে। তিনি পৌরসদর বাজারে বাবার সঙ্গে ফলের ব্যবসা করতেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় কোনো পক্ষেরই কোনো অভিযোগ না থাকায় মামলা হয়নি।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর