শনিবার, জুন ২১, ২০২৫
spot_img

সৌদির সঙ্গে মিল রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঈদ উদযাপন

মাসুম আহমেদ, স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে বিগত ১০ বছর ধরে তারা পবিত্র রমজান এবং দুটি ঈদ পালন করে আসছেন।

স্থানীয়রা জানান, দেশের প্রচলিত নিয়মের এক দিন আগেই মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে বিগত ২০১২ সাল থেকে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া গ্রামসহ আশপাশের এলাকার দেড়শতাধিক মুসলিম নারী-পুরুষ পবিত্র রমজানের রোজাসহ দুটি ঈদ উদযাপন করে আসছেন। এরই ধারাবাহিকতায় এবারও তারা দেশের প্রচলিত নিয়মের এক দিন আগেই ঈদুল ফিতর উদযাপন করছেন।

এ মতের অনুসারীরা বলেন, নিয়ম অনুযায়ী পৃথিবীর যেকোনো স্থানে চাঁদ উঠলেই ঈদের নামাজ পড়া যায়। তাই এবারও আমাদের কলাদিয়া গ্রামের দেড়শতাধিক ধর্মপ্রাণ মুসলিম নারী-পুরুষসহ আমরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছি।

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর