মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪
spot_img

রায়পুরায় উপজেলা প্রশাসনের অনুষ্ঠান বয়কট করেছে স্থানীয় সাংবাদিকরা

নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ আয়োজনে প্রান্তিক কৃষকদের বীজ ও সার সহায়তা বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের আসন ব্যবস্থা না রাখায় তাৎক্ষনিক চলমান অনুষ্ঠানটি বয়কট করেছে স্থানীয় সাংবাদিকরা।

শনিবার (১৩ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম।

অনুষ্ঠানস্থল উপজেলা পরিষদ হলরুমে প্রায় শতাধিক লোকজনের আসন ব্যবস্থা থাকলেও রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ হিসেবে পরিচিত গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের জন্য রাখা হয়নি একটিও আসন। এতে ক্ষুব্ধ হয়েছেন স্থানীয় সাংবাদিক নেতারা। পরে নেতাদের সিদ্ধান্ত মোতাবেক অনুষ্ঠানটি বয়কট করা হয়।

এ ঘটনার ব্যাপারে রায়পুরা প্রেসক্লাব সভাপতি এম নূরউদ্দিন আহমেদ বলেন, যেখানে মান্যবর জেলা প্রশাসক প্রধান অতিথি সেখানে সাংবাদিকদের আসন না রাখায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন।

রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মোস্তফা খান বলেন, ঘটনাটি সত্যিই দুঃখ্যজনক। উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রধান অতিথি থাকা মানেই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এখানে সকল সংবাদকর্মীর আসনের দরকার পড়েনা কিন্তু সাংবাদিক সংঠনের সভাপতি-সম্পাদক, সিনিয়র সাংবাদিক সহ ৫/৬ জনের আসন রাখা উচিত ছিল। যদি ইচ্ছাকৃতভাবে কর্তৃপক্ষ এমনটা করে থাকেন, তাহলে অনুষ্ঠানে প্রশ্নবিদ্ধ কিছু কার্যক্রম থাকার আশংকা করা যাচ্ছে।

এছাড়াও ঘটনাটি অত্যান্ত লজ্জাজনক বলে মন্তব্য করেছেন রায়পুরা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান,সাধারণ সম্পাদক অজয় সাহা, রায়পুরা প্রেসক্লাব সাবেক সভাপতি মাহবুবুল আলম লিটন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হক,প্রতিদিনের সংবাদ প্রতিনিধি শফিকুল ইসলাম,ঢাকা পোস্ট তন্ময় সাহা, কালের কন্ঠ প্রতিনিধি আবদুল কাদির,নিত্যবেলা নরসিংদী জেলা প্রতিনিধি সাদ্দাম উদ্দিন রাজসহ আরও অনেকে।

সাদ্দাম উদ্দিন রাজ/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর