মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ীতে ২০০ টাকা পাওয়ার জেরধরে হামলায় আহত হয়েছে আকাশ মুন্ডা নামক এক কিশোর। জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের দিলকুশ চা বাগান এলাকার ৯নং লাইনের দেবরাজ মুন্ডার ছেলে আকাশ মুন্ডা (১৮), ঘটনাটি গত বুধবার (২৬ জুন) বিকাল ৪টার দিকে বিবাদী আব্দুর রবের বাড়ীর সম্মুখে ঘটেছে।
স্থানীয় ও থানার অভিযোগ সূত্রের বরাতে জানা গেছে, আকাশ মুন্ডা কাজ শেষ করে বাড়ীতে ফেরার পথে পশ্চিম কচুরগুল গ্রামের মৃত দিলু মিয়ার ছেলে বিবাদী আব্দুর রব (৪৫), আকাশ মুন্ডাকে পিছন থেকে ডাক দিয়ে দাঁড় করায় পরে আকাশ মুন্ডা সেখানে দাড়িয়ে আব্দুর রবকে জিজ্ঞাসা করে কেন ডাক দিয়েছ!
আব্দুর রব বলেন তোর মায়ের কাছে ২০০ টাকা পাই সে টাকা আমাকে দাও তখন আকাশ বলে মায়ের কাছে টাকা পাওনা হলে মাকে বলো, আমাকে বলছো কেন! এই কথা বলার সাথে সাথে আব্দুর রব আকাশের মাথার পিছন দিকে রড দিয়ে সজোরে আঘাত করে এলোপাতাড়ি মারতে থাকে ও তার সহযোগীরা কিল, ঘুষিসহ শরীরের বিভিন্ন স্থানে লীলা ফুলা জখম করে তাকে মাটিতে ফেলে চলে যায়।
তারা হলেন, রবিউল ইসলাম (২০), পিতা আব্দুল রব, রনি (১৮) পিতা আব্দুল খালিক, আছমা বেগম (৩৫) স্বামী আব্দুর রব, সবাই পশ্চিম কচুরগুলের বাসিন্দা। আকাশ মুন্ডা চিৎকার করিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এবিষয়ে এলাকার মেম্বার, চা বাগান পঞ্চায়েতসহ দ্বারে দ্বারে ঘুরেও বিষয়টি অভিহিত করলেও তারা বিষয়টি মিমাংশা করে দেন নাই।
বিবাদীগন বিভিন্ন হুমকি দেয় ওই বিষয়ে মামলা করলে আকাশ মুন্ডাকে টুকরাটুকরা করে ফেলবে।
এ ঘটনায় গত (১৭ই আগস্ট) আকাশের মা গীতা মনি মুন্ডা (৪৬) অভিযোগ দায়ের করেন। তিনি তদন্ত সাপেক্ষে বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি আকুল আবেদন জানান।
এ ব্যাপারে জানতে চাইলে জুড়ী থানার অফিসার ইনচার্জ মো: মেহেদী হাছান বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিমির বনিক/এস আই আর