মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪
spot_img

ভূঞাপুরে মুসলিমকে কুপিয়ে হ’ত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে প্রকাশ্য দিবালোকে মুসলিম উদ্দিনকে কুপিয়ে হiত্যার ঘটনায় আসামীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে এলাকাবাসী। 

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০ টা থেকে ভূঞাপুর-যমুনা সেতু পূর্ব  আঞ্চলিক   মহাসড়ক  মাটিকাটা এলাকায় এ কর্মসূচি পালন করে তারা। এতে মুসলিম উদ্দিনের পরিবার ও আত্মীয়স্বজনসহ হাজারও এলাকাবাসী অংশ নেয়। পরে ওসি একেএম রেজাউল করিম এবং  ভারপ্রাপ্ত উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে দুই ঘন্টা পর দুপুর ১২ টার দিকে লোকজন অবরোধ তুলে নেয় এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভ সমাবেশ নিহত মুসলিম উদ্দিনের পরিবারের লোকজন ও এলাকাবাসী বলেন- ঘটনার কয়েকদিন পেরুলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। মুসলিমকে যারা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে তাদের গ্রেপ্তার করে অবিলম্বে  ফাঁসি দিতে হবে। 

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম বলেন- এই হত্যাকান্ডের সাথে জড়িতরা দেশের যে প্রান্তেই থাক তাদের দূত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনাদের কাছে কোন সুনির্দিষ্ট তথ্য থাকলে দ্রুত পুলিশ কে জানাবেন। 

উল্লেখ্য, গত ৪ অক্টোবর বিকালে সালিশ শেষে ফেরার পথে মুসলিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করে সুজন, রাকিব, মর্তুজ, শাহ জামাল,  শামীমসহ একদল সন্ত্রাসী। এ ঘটনায় মুসলিমের ভাই মুসা বাদি হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক অভিযুক্ত হালিম নামে একজনকে আটক করে পুলিশ।

সাজেদুল ইসলাম/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর