দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলায় নৈশ কোচের ধাক্কায় শরীফুল আলম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল (সোমবার) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বারকোনা গ্রামে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরীফুল আলম (৬০) পৌর শহরের বারকোনা গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত শরীফুল আলম সাইকেল যোগে সন্ধ্যায় বাসা থেকে ফুলবাড়ীর ঢাকা মোড়ের উদ্দেশ্যে বের হয়। বারকোনা গ্রামের পার্শ্বরাস্তা থেকে মহাসড়ক পারাপারের সময় ঢাকা থেকে দিনাজপুর গামি একটি দ্রুতগতির নৈশকোচ পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শরীফুল আলম। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনা স্থলে আসি। নিহতের সুরতহাল শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
তাজকিরাতুল হক তানভীর/এমএ