বুধবার, নভেম্বর ১৩, ২০২৪
spot_img

কুবির প্রতিবর্তনের নেতৃত্বে শান্তা-তানভীর

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ( কুবি )সাংস্কৃতিক  সংগঠন প্রতিবর্তনের সপ্তম কার্যনির্বাহী কমিটি গঠন কোর্স হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে আছেন গণিত বিভাগের ১৪ তম আবর্তনের শিক্ষার্থী উম্মে হাবিবা শান্তা এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন আইসিটি বিভাগের  ১৪ তম আবর্তনের তানভীর আহমেদ। সোমবার (৭ অক্টোবর) সংগঠনের  সদ্য সাবেক সভাপতি মাহফুজ রাব্বি ও সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম বিজয় স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়। 

কমিটিতে সহ সভাপতি হিসেবে আছেন 

আহলী কানিত, জনি সরকার এবং আখিয়া পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন ফাহিম আবরার, ইয়ামিন ফাতেমা, ফারিয়া রিমি, সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন সুমাইয়া আক্তার শিমু, মাহমুদুল হাসান হৃদয়। 

এছাড়াও অর্থ সম্পাদক হিসেবে আছেন তারিন সুমাইয়া, দপ্তর সম্পাদক হিসেবে আছেন নুশেরা তাজরীন, উপ দপ্তর সম্পাদক হিসেবে আছেন জান্নাতুন নাওয়ার নাজিয়া, প্রচার সম্পাদক হিসেবে আছেন জাহিদুল ইসলাম ও রুমা রাণী দেব, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে আছেন একা তালুকদার এবং রনি মহাজন, প্রশিক্ষণ ও পরিবেশনা বিষয়ক সম্পাদক হিসেবে আছেন শ্রাবণ ভৌমিক, আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে আছেন রাবেয়া ভূঁইয়া অন্তু ও তাসনিম হক অনন্যা, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক হিসেবে আছেন জয় রায়। 

 কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে আছেন রাকিন আহমেদ, সায়মা হক, লিয়ন ত্রিপুরা, মনিরা আক্তার শিলা, অঙ্কিতা দাস ঐশী, মাহমুদা আক্তার মিম, অন্তর রায়, রায়হান চৌধুরী, মেহরাজ আলভী, ইসতিয়াক রহমান, উম্মে রুম্মান, মোহাম্মদ এহসানুল হক।

এছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন মাহফুজ রাব্বি, সাহিদুল ইসলাম বিজয়, সুমাইয়া তাবাসসুম, জান্নাতুল মাওয়া, মাইশা রহমান রোদিতা, হাসিন মাহতাব মাহিন, নাঈম মিয়া।

আবু হানিফ/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর