সোমবার, মার্চ ১৭, ২০২৫
spot_img

রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বাগেরহাটে গণজমায়েত

বাগেরহাট প্রতিনিধি: রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে বাগেরহাটে গণজমায়েত কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় বাগেরহাট শহরের বিভিন্ন পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রিয় শহীদ মিনারে গণজমায়াতে যোগ দেন শিক্ষার্থীরা। এসময় রাষ্ট্রপতির পদত্যাগ,  ছাত্রলীগ নিষিদ্ধ সহ জুলাই বিপ্লবে হামলাকারীদের শাস্তির দাবিতোলা হয়।

গণজমায়েতে বক্তব্য দেন, খাইরুল বাশার,  শেখ বাদশা, আজরুবা আরাবি নওরিন,সোহেল শেখ,ইমরান শেখ, খালিদ হাসান নোমান, এসএম সাদ্দাম প্রমূখ। 

বক্তারা বলেন, অবৈধ সরকারের অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বিতর্কিত বক্তব্য দিয়ে আবার ফ্যাসিবাদের দোসর ও দালালদের পূর্ণ বাসন করতে চাচ্ছে। তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।সাথে সাথে ছাত্রলীগ ও আওয়ামীলীগের সন্ত্রাসীদের নিষিদ্ধ করতে হবে।যতদিন এই খুনীদের বিচার না হবে ততদিন জুলাই বিপ্লব চলবে। আর এই বিপ্লবে সবাইকে একতাবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে যাতে ফ্যাসিস্টরা মাথা তুলে দাড়াতে না পারে।

এম এস খালিদ/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর