শনিবার, মে ১১, ২০২৪
spot_img

বাগেরহাটে ৪ দিনব্যাপী ভারোত্তোলন প্রতিযোগিতা শুরু

এম এস খালিদ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে ৪ দিনব্যাপী বঙ্গবন্ধু ৪০ তম পুরুষ ও ১৭ তম মহিলা জাতীয় সিনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতা শুরু হয়ছে। ফকিরহাট উপজেলা পরিষদের আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃস্পতিবার (৭ মার্চ) সকালে ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সহ-সভাপতি উইং কমান্ডার (অব:) মহিউদ্দিন আহমেদ ।

এসময় বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক লে.কর্নেল মো. নজরুল ইসলাম, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, ফেডারেশনের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন টিপু, বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক সেলিম সরদার, জাতীয় ভারোত্তলন দলের প্রশিক্ষক ও সাতশৈয়া ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক বিশ্বাস আনিচুর রহমানসহ খেলোয়ার ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

চার দিনব্যাপী এই জাতীয় প্রতিযোগিতায় বিভিন্ন জেলার ১৭টি ক্লাব ও ৫টি সার্ভিসেস দলের ১২০ জন নারী ও পুরুষ ক্রীড়াবিদ এতে অংশ নেয়। সার্ভিসেস দলে বাংলাদেশ সেনাবহিনী, ফায়ারসার্ভিস, বিজিবি, আনছার ও জেল পুলিশের সদস্যরা রয়েছেন। ১০ মার্চ সন্ধ্যায় এই প্রতিযোগিতা শেষ হওয়ার কথা রয়েছে। উপজেলা পর্যায়ে প্রথমবারেরমত জাতীয় আয়োজনে অংশগ্রহন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন খেলোয়াররা।

দিনাজপুর থেকে আসা খেলোয়াড় সবুজ চন্দ্র বর্মন বলেন, খেলার উদ্দেশ্যে প্রথমবারের মত বাগেরহাটে এসেছি। আশাকরি এখানে ভাল করব।

বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সুমনা রায় বলেন, আমি ৪৫ ক্যাটাগরিতে অংশগ্রহন করেছি। ৫৩ কেজি ও ক্লিন্জার ৭০ কেজি লিফটিং করে আমি সেকেন্ড পজিশন অর্জন করেছি। ভবিষ্যতে আরও ভাল করার প্রত্যাশা করেন তিনি।

দক্ষিন এশিয়া গেমস ও কমনওয়েলথ ভারোত্তলন চ্যাম্পিয়ণশীপে স্বর্ণপদক জয়ী মাবিয়া আক্তার সীমান্ত বলেন, উপজেলা পর্যায়ে হলেও আয়োজনটা আন্তর্জাতিক মানের হয়েছে। হল, ওয়ার্ম-আপ জোন, প্যাক্টিসের জায়গা সবই খুবই ভাল হয়েছে। আমিও এখানে প্রতিযোগিতায় অংশগ্রহন করেছি। আশাকরি এখানে রেকর্ড করতে পারব।

জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার অন্যতম আয়োজক জাতীয় ভারোত্তলন দলের প্রশিক্ষক বিশ্বাস আনিচুর রহমান বলেন, নানা ধাপে বাছাইয়ের পরে এখানে বিভিন্ন জায়গা থেকে ১২০ জন ভারোত্তলক অংশগ্রহন করেছেন। একাধিক স্বর্ণপদকপ্রাপ্ত ভারোত্তলকও রয়েছেন। আসলে উপজেলা পর্যায়ে জাতীয় আয়োজন এই প্রথম। ফকিরহাটে এই ধরণের আয়োজন করতে পেরে আমরা সবাই খুশি। এই প্রতিযোগিতার ফলে ফকিরহাট ও বাগেরহাটের মানুষ ভারোত্তলনের উপর আগ্রহী হবে।

বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সহসভাপতি উইং কমান্ডার (অবঃ)মহিউদ্দিন আহমেদ বলেন, আমরা চাই ভারোত্তলন এই খেলাটি আরও জনপ্রিয় হোক। এজন্য জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় প্রতিযোগিতার আয়োজন করছি। উপজেলা পর্যায়ে এবারই প্রথম জাতীয় আয়োজন হয়েছে। আয়োজনটি সফল হয়েছে। ভবিষ্যতে আগ্রহী অন্যান্য উপজেলায়ও এই ধরণের আয়োজনের আশ্বাস দেন তিনি।

এসএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর