সোমবার, মে ২০, ২০২৪
spot_img

৭ জানুয়ারি নির্বাচনের নামে তামাশা মঞ্চস্থ হতে যাচ্ছে

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচনের নামে তামাশা মঞ্চস্থ হতে যাচ্ছে। নৌকা ছাড়াও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের; এমনকি বিদ্রোহী প্রার্থীও আওয়ামী লীগের। ১৪ দলের প্রার্থীরাও নৌকা প্রতীকে ভোট করছেন। গণতন্ত্রের স্বার্থে এই নির্বাচনী তামাশা প্রত্যাখ্যান করতে হবে। ভোটারদের বলব, আপনারা এ নির্বাচনী তামাশার অংশ হবেন না। ৭ তারিখে ভোটকেন্দ্রে যাবেন না।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে যশোরের বাঘারপাড়ার জোহরপুর ইউনিয়নে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। বিএনপিসহ বিরোধীদলগুলোর ডাকে ‘একতরফা’ ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে এ দিন টি এস আইয়ুব উঠান বৈঠক ছাড়াও নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণও করেন। এর আগেও বাঘারপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাজারে ভোট বর্জনের আহ্বানে গণসংযোগ এবং জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন টি এস আইয়ুব।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর