সোমবার, মে ২০, ২০২৪
spot_img

নড়াইলের কালিয়ায় জাল ভোট দেওয়ার ২ বছর সশ্রম কারাদণ্ড ও জরিমানা

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের কালিয়ায় জাল ভোট দেওয়ার সময় গ্রেফতার যুবককে ২ বছর সশ্রম কারাদণ্ড ও জরিমানা প্রধান করা হয়।

রবিবার (৭ জানুয়ারি)’ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জালভোট দেওয়ার সময় রেজওয়ান শেখ নামের এক জন কে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত রেজওয়ান শেখ (২৫) খুলনা জেলার দিঘলিয়া থানার জুঙ্গুশিয়া গ্রামের আজবাহার শেখের ছেলে। ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুজিত বিশ্বাসের নির্দেশে কেন্দ্রে দায়িত্বরত এসআই (নিঃ) গাজী নুর নবী আসামিকে আটক করে।

পরে আমাতুল মোর্শেদা, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাচনী এলাকা নড়াইল-১ (কালিয়া উপজেলা) ধৃত আসামি রেজওয়ান শেখকে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৭৪ (৩) ধারা অনুযায়ী দুই বছর সশ্রম কারাদণ্ড ও এক হাজার) টাকা জরিমানা করেন। এছাড়া উক্ত জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর