বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বাংলাদেশ খেলাফতে মজলিসের ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে দাওয়াতি মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ আগষ্ট) গফরগাঁও পৌরসভায় দাওয়াতি মিছিলের আয়োজন করে বাংলাদেশ খেলাফত যুব ও ছাত্র মজলিস গফরগাঁও উপজেলা নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুর ২.০০ টার দিকে গফরগাঁও পৌরসভার রেলস্টেশন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে কার্যালয় চত্বরে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তৃতা করেন নেতারা
বাংলাদেশ খেলাফতে যুব মজলিসের গফরগাঁও উপজেলা শাখার ইলিয়াস আহম্মেদ ফরাজী বলেন, ইসলামী খেলাফত যুব মজলিস একটি ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন। এতদিন আমরা অনেক দলমত দেখেছি। তারা দেশে ন্যায় বিচার ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছেন। আমরা মনে করি সর্বস্তরের মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে এবং দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে ইসলামী অনুশাসনের বিকল্প নেই। তাই সর্বস্তরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে, সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমরা এই দাওয়াতি মিছিল করেছি।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস গফরগাঁও শাখার দায়িত্বশীল মাওলানা নূরুল আমিন, খেলাফত যুব মজলিসের সহ সভাপতি মাওঃ উবাইদুল্লাহ উদয়পুরী, সাধারণ সম্পাদক মাও. শহিদু্ল্লাহ, কোষাধ্যক্ষ জনাব শাহিন রেজা, ছাত্র মজলিসের দক্ষিণ জেলার কোষাধ্যক্ষ মো. মুজাহিদুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
আব্দুল হালিম সরদার/এস আই আর