রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
spot_img

চলন্ত ট্রেনে সাপ, আতঙ্কিত যাত্রীরা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশন থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দোলনচাঁপা এক্সপ্রেস যাত্রীবাহী চলন্ত ট্রেনের ছাদে একটি বিষাক্ত সাপকে বাতাসে দোল খাওয়া অবস্থায় দেখা গেছে।

গতকাল ২৬ জুন বুধবার সকাল ১১ ঘটিকার সময় সান্তাহার থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড় গামী দোলনচাপা এক্সপ্রেস চলন্ত ট্রেনের ছাদে সাপটি দেখতে পেয়ে যাত্রীরা আতঙ্কিত হয়ে যায় আবার কৌতুহলবশত কেউ কেউ ভিডিও ধারণ করে। ১৬ সেকেন্ডর ধারণকৃত একটি ভিডিও থেকে নেওয়া ছবি থেকে জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে ট্রেনের ছাদে সাপটি দেখতে পায় যাত্রীরা। আর এতে পুরো ট্রেনে আতঙ্ক ছড়িয়ে পড়লে রেলওয়ের লোকজন সাপটি উদ্ধারের জন্য কাজ শুরু করে। তবে ট্রেনটি চলন্ত থাকায় সাপটি সেই মুহুর্তে উদ্ধার করা সম্ভব হয়নি।

ট্রেনের এফ এ এস ডি এ পাওয়ার কার ড্রাইভার জনতার বার্তাকে বলেন, সাপটি পাওয়ার কারের ইঞ্জিনের কোচের উপর ছিলো। যেই কোচের উপর দেখা গেছে সেই কোচ আমাদের সান্তাহার ডগেই ছিলো। কিন্তু আমরা রাতে কোনো কিছু দেখতে পাইনি। দিনাজপুর পার হওয়ার পর পার্বতীপুর এবং চিনির বন্দরের মাঝখানে এসে দেখা যায়। সাধারণ যাত্রীদের মধ্যে একজন দেখতে পায়। পরে আমাদের একজন স্টাফ ভিডিও করে। বিষয়টি আমরা পীরগঞ্জ স্টেশনকে জানিয়েছি। ডিআরএম স্যারকে জানানো হয়েছে। তবে সাধারণ কোনো লোক উপরে উঠতে ভয় করছিলো। এরপর রুহিয়া স্টেশনে খোঁজ করা হলে সেখানে সাপটিকে আর পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, সর্বশেষ রাত ১১টার দিকে পঞ্চগড়ে পৌঁছার পর, সেখানেও পাওয়া যায়নি। তবে ট্রেন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছা পর্যন্ত ট্রেনের সকল যাত্রীরা আতঙ্কিত ছিলো। আমরা আরো বেশি আতঙ্কিত ছিলাম। কারণ আমাদের পাওয়ার কারের উপরেই ছিলো সাপটি। তিনি বলেন, রাসেলস ভাইপার না হলেও সাপটি বিষাক্ত ছিলো বলে ধারণা করছি।

আবু বকর সিদ্দিক বক্কর/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর