রবিবার, মার্চ ১৬, ২০২৫
spot_img

সান্তাহারে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে আজ রবিবার যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

আজ (২৭ অক্টোবর) রবিবার দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো সান্তাহার পৌর যুবদল কার্যালয়ে সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, স্বাধীনতার মহান ঘোষক, জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ১০টায় ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষুধ বিতরণ। 

সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সান্তাহার পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম আখতারুজ্জামান মিঠু।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সান্তাহার পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও বগুড়া জেলা বিএনপি’র উপদেষ্টা মন্ডলীর সদস্য ফিরোজ মোহাম্মদ কামরুল হাসান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপি’র নেতা মমতাজ উদ্দিন, পৌর বিএনপির’ সহ-সভাপতি ইকবাল হোসেন, নিজাম উদ্দিন দেওয়ান, শহিদুল ইসলাম হিটলু, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক সৌরভ কর্মকার, মাহামুদুল আলম, শাজাহান আলম স্বপন, ফেরদৌস মাহামুদ, দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) জাকিরুল ইসলাম জুয়েল, যুবনেতা আমিনুল ইসলাম কোয়েল, বেলাল হোসেন, সিদ্দিকুর রহমান তুফান, আশিকসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ফ্রী মেডিকেল ক্যাম্পে প্রায় ২ শতাধিক সাধারণ মানুষকে চিকিৎসা সেবা ও ফ্রী ঔষুধ বিতরণ করা হয়। বাদ যোহর দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

আবু বকর সিদ্দিক বক্কর/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর