রবিবার, এপ্রিল ২০, ২০২৫
spot_img

গফরগাঁওয়ে যুব অধিকার পরিষদের নতুন কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা শাখার অন্তর্গত “গফরগাঁও উপজেলা” শাখার যুব অধিকার পরিষদের কমিটি গঠন করা হয়েছে আগামী এক বছরের জন্য।  গত শুক্রবার (২৫ অক্টোবর)  বিকালে  বাংলাদেশ  অধিকার পরিষদের অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদের  ময়মনসিংহ জেলার শাখার সভাপতি আকরাম হোসেন জয় ও সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের  এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী  এক বছর মেয়াদে গঠিত  এই কমিটির  সভাপতি হিসেবে  দায়িত্ব পালন করবেন  মো: শরীফ শেখ , সিনিয়র সহ-সভাপতি মোঃ সামিউল ইসলাম আজান, সহ সভাপতি শ্রী বলয়, ওয়াসিম মিয়া,  ফরিদুজ্জামান ফরিদ, সাধারণ সম্পাদকঃ আরিফুল ইসলাম আকাশ,   সহ সাধারণ সম্পাদকঃ আশিকুর রহমান রাজ, রেদোয়ান আলম মাহমুদ রিফাদ, সুমন,  সাইফুল ইসলাম সাজু  , সাংগঠনিক সম্পাদকঃ এনামুল হক স্বপন,  সহ সাংগঠনিক রাসেল মোবাসসির,  আবদুল্লাহ (হিমেল) সরদার,  পারভেজ (প্রবাসী),  নাইম ইসলাম সহ অন্যান্যরা হলেন অর্থ সম্পাদক  কামরুজ্জামান, দপ্তর বিষয়ক সম্পাদক  জাহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক : মো: রানা, ক্রীড়া   বিষয়ক সম্পাদক মফিদুল ইসলাম, মানবাধিকার  বিষয়ক সম্পাদক ইয়াসিন আরাফাত (প্রবাসী) সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক সজিব শেখ, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক : আলাী আকবর (প্রবাসী), পাঠাগার ও পাঠচক্র  বিষয়ক সম্পাদক ফজলে রাব্বী,  ধর্মীয় সম্প্রীতি  বিষয়ক সম্পাদক,  মাওলানা আনিছুর রহমান,  বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুল হক (প্রবাসী), স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম ( প্রবাসী)  সহ স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক নীরব শেখ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হানিফ মিয়া,  দূর্যোগ ও জলবায়ু বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম (নতুন প্রবাসী)  নারী ও শিশু বিষয়ক সম্পাদক ঝর্না আক্তার জুই, শিল্প ও বাণিজ্য সম্পাদক মো: কাওসার মিয়া,  সাহিত্য সংস্কৃতির বিষয়ক সম্পাদক  মো: আব্দুল আহাদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো মুঞ্জুর মিয়া,  সম্মানিত সদস্য হিসেবে আছেন মো ফেরদৌস, হাবিবুর রহমান,  মো: আতিক হাসান,  ফাহাদুর রহমান ফাহাদ, মোছা: লিভা আক্তার,  সাদিকুজ্জামান,  নুর মিয়া,  মো : সোহাগ,  আবির হাসান সুমন প্রমুখ।

গফরগাঁও উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ শরীফ শেখ জানান, সকলের ভালবাসা ও সহযোগিতায়  গফরগাঁও উপজেলায় যুব অধিকার পরিষদ আগামি দিনে একটি শক্তিশালী ঘাটি হিসেবে গঠিত হবে৷  পরে গফরগাঁও উপজেলায় যুব অধিকার পরিষদের কমিটি গঠিত করায় ময়মনসিংহ জেলা যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

আব্দুল হালিম সরদার/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর