ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ভারপ্রাপ্ত দুই প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। শেখ হাসিনা হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনোয়ার বেগম এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শারমিন আক্তার।
রবিবার (২৭ অক্টোবর) রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয় এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নতুন এই প্রভোস্টদের দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত দায়িত্ব পালনের জন্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন, তবে যদি তাঁরা একাধিক অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন সেক্ষেত্রে বিধি মোতাবেক যেকোন একটির ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন এবং এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. মনোয়ারা বেগম বলেন, প্রভোস্ট হিসেবে দায়িত্ব পাওয়ার পর আমার লক্ষ্য হলো ছাত্রছাত্রীদের জন্য একটি নিরাপদ, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা। হল বিষয়ক শিক্ষার্থীদের যেসব প্রত্যাশা আছে তা পূরনের সর্বোচ্চ চেষ্টা করবো।
সাইফুল/এমএ