আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন আ’লীগ নেতা বিস্ফোরক আইনে রাজনৈতিক মামলার পলাতক আসামি মোবারককে গতকাল রাতে আদমদীঘি থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আ’লীগ নেতা মোবারক আলী প্রামাণিক (৪০) উপজেলার চাঁপাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত জাফর আলী প্রামাণিকের ছেলে। গতকাল দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, গত ৮ আগস্ট মোবারকের নেতৃত্বে উপজেলা আ’লীগের কয়েকজন কর্মী দল বেঁধে আদমদীঘি বাসস্ট্যান্ডে বিএনপি’র দলীয় কার্যালয়ে সশস্ত্র হামলা চালিয়ে আসবাবসহ যাবতীয় জিনিসপত্র ভাংচুর করে অগ্নি সংযোগ করে। পরে তার নামে মামলা হলে তখন থেকে মোবারক আত্মগোপনে চলে যায়। গতকাল রাতে আদমদীঘি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান আমার সংবাদকে বলেন, পরোয়ানা ভুক্ত আসামি মোবারক আলী এতোদিন পালিয়ে ছিলো গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আবু বকর সিদ্দিক বক্কর/এমএ