জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে সমাজের অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণীর ৩৫০ পরিবারের মাঝে ইদসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবীমূলক “মুক্ত সামাজিক সংগঠন” নামের একটি প্রতিষ্ঠান
সোমবার (০৮ এপ্রিল) সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা বাগানপাড়ায় এসব ইদসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য প্রকৌশলী মো. শহিদুল ইসলাম সরকার। যাদুপুর দাখিল মাদরাসার সুপার আব্দুর রহমানের সঞ্চালনায় ইদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মুক্ত সামাজিক সংগঠনের সভাপতি খাইরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্য আব্দুল কাইউম ফারুক ডাক্তার, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান ডলার, অবসরপ্রাপ্ত নেসকো কর্মকর্তা খুরশীদ আহমেদ, বালিয়াডাঙ্গা আদর্শ কেজি স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত, মুক্ত সামাজিক সংগঠন নামের স্বোচ্ছাসেবী সংগঠনটি গত ৬ বছর ধরে ইদসামগ্রী বিতরণ করছে। এছাড়াও বিভিন্ন উৎসব ও সময়ে তারা সমাজের অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে।
হানিফ মেহমুদ/এস আই আর