শুক্রবার, মে ১৭, ২০২৪
spot_img

চাঁপাইনবাবগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত দোকানঘর পরিদর্শনে চেম্বার নেতৃবৃন্দ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান ও বাজার পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা।

ক্ষতিগ্রস্ত মালামাল

সোমবার বিকেলে শিবগঞ্জ বাজারে এসব ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন তারা। এসময় ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সহযোগিতা ও পূর্ণবাসনের আশ্বাস দেন তারা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহ-সভাপতি মশিউল করিম বাবু, সহ-সভাপতি আক্তারুল ইসলাম রিমন, শিবগঞ্জ বণিক সমিতির সভাপতি বশির উদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মটুল খান, পরিচালক এম কুরাইশী মিলু, শহিদুল ইসলাম, সদস্য মনিরুল ইসলামসহ অন্যান্যরা।

গত ০২ এপ্রিল রাতে শিবগঞ্জ বাজারে আগুনে পুড়ে ৮টি মুদি ও কসমেটিক দোকান ভষ্মিভূত হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয় বলে জানান ব্যবসায়ীরা।

হানিফ মেহমুদ/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর