শনিবার, জুন ২১, ২০২৫
spot_img

মনোহরদী পৌর এলাকায় নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

সাইফুর রহমান আকন্দ, মনোহরদী (নরসিংদী): বন্ধুদের সাথে নদীতে গোসলে নেমে আজ সোমবার (৮ এপ্রিল) দুপুরে ১০ বছরের এক শিশুর মৃত্যু ঘটেছে।মনোহরদী পৌর এলাকার খালের ঘাট সংলগ্ন পুরাতন ব্রম্মপুত্র নদে এ সলিল সমাধির ঘটনা ঘটেছে।নিহত জাহিদ মনোহরদী পৌর শহরের অর্জুনচর গ্রামের মৃত রতন মিয়ার পুত্র ও একটি মাদ্রাসায় হেফজ বিভাগের ছাত্র ছিলো জানা যায়।

এলাকাবাসী জানান, মনোহরদী পৌর এলাকার খালের ঘাট সংলগ্ন অর্জুনচর গ্রামের জাহিদ (১০) আজ (৮ এপ্রিল) সকাল ১১ টার দিকে অভিভাবকদের অজান্তে সঙ্গীদের সাথে নিকটবর্তী পুরাতন ব্রম্মপুত্র নদে গোসল করতে নামে। এ সময় সেখানকার পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয়ে পড়ে সে। এতে ভয় পেয়ে তার সঙ্গীরা দৌড়ে জাহিদদের বাড়ী গিয়ে খবর জানায়। এলাকাবাসী সেখানে জাল টেনে ঘটনাস্থলের অদূরে নদীর পানি থেকে জাহিদকে উদ্ধারে সমর্থ হন। তাকে সেখানে অচেতন অবস্থায় পাওয়া যায় বলে জানা গেছে।চিকিৎসার্থে তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষনা করেন।

নিহত জাহিদ খালের ঘাট সংলগ্ন একটি হাফেজী মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিলো বলে জানা গেছে। মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূইয়া বিষয়টি তিনি অবহিত নন বলে জানিয়েছেন।

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর