শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
spot_img

বিদ্যালয়ের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার

হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডের নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) এর পুরাতন ভবনের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। 

১২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসব ককটেল উদ্ধার করা হয়৷ তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। 

ককটেল উদ্ধারের বিষয় টি নিশ্চিত করেছেন, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. রইস উদ্দীন। 

ঘটনাস্থলে উপস্থিত এসআই মোসাব্বির আহমেদ জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পারি নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) এর পুরাতন ভবনের ছাদে ককটেল পড়ে আছে। পরে তিনটি ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। 

এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। 

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার জেলা নির্বাচন অফিসের পেছনে আম বাগান থেকে দুটি ও গত রোববার পৌরসভার ভেতরে ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি ককটেল উদ্ধার করে পুলিশ।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর