নীলফামারী প্রতিনিধি: গুড নেইমার বাংলাদেশ নীলফামারী সিডিপি উদ্যোগে সংগলশী এলাকার মেধাবী অসচ্ছল ১১ জন শিক্ষার্থীর মাঝে ১০ হাজার টাকা করে উপবৃত্তি প্রদান করা হয়েছে।
সদর উপজেলার সংগলসী ইউনিয়নের সিডিপি কার্যালয়ে ১১ জন শিক্ষার্থীকে উচ্চশিক্ষার বিষয়ে অভিবৃত্তির টাকা হস্তান্তর করা হয়।
গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী সিডিপির ম্যানেজার বিভব দেওয়ান এর সভাপতি তে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জোসিজুল আলম মন্ডল।
এ সময় আরো উপস্থিত ছিলেন গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী সিডিপির সিডিসি চেয়ারপারসন টিকেন্দ্রজিত রায় মিরু, প্রোগ্রাম অফিসার মতিউর রহমান আকাশ, শিক্ষার্থীদের অভিভাবক সহ আরো অনেকে।
এ সময় প্রতিজন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে বিশেষ উবৃত্তির টাকা হস্তান্তর করে সিডিপি।
সেলিম রেজা/এমএ