সোমবার, মে ২০, ২০২৪
spot_img

চাঁপাইনবাবগঞ্জে ১২৯ বোতল  ফেনসিডিল উদ্ধার, আটক ২

হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে মাদক সরবরাহের সময় ১২৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।

রোববার (২১ জানুয়ারি) দিবাগত রাতে এক অভিযানে এই মাদক উদ্ধার করে র‌্যাব-৫। অভিযানে ২ যুবককে আটক করতে সক্ষম হয় র‌্যাব। জব্দ করা হয় একটি মটরসাইকেল।

আটক যুবকদ্বয় হলো- জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর হঠাৎপাড়া এলাকার টগরী বেগম ও ইউসুফ আলীর ছেলে মশিউর রহমান (২৪) এবং বনপাড়া ভবানীপুর এলাকার তারাফুল বেগম ও একরামুল হকের ছেলে আনারুল ইসলাম (২৭)।

এ বিষয়ে সোমবার (২২ জানুয়ারী) সকালে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকের একটি বড় চালান আসার গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল রোববার (২১ জানুয়ারী) রাত সাড়ে ১০ টায় জেলার শিবগঞ্জ উপজেলার ১৫ নং নয়ালাভাঙ্গা ইউপির অন্তর্গত নয়ালাভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি মটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাবের আভিযানিক দল তার গতিরোধ করে তল্লাশি করে ৯০ হাজার ৩ শত টাকা মূল্যের ১২৯ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় মাদক ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়। অভিযানে মাদক ব্যবসায়ী আনারুল ও মশিউরকে আটক করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মটরসাইকেল।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর