হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এক বছর মেয়াদী এ কমিটিতে সম্মিলিত আইন জীবি ঐক্য প্যানেল থেকে সভাপতি মোঃ সোলায়মান (বিশু) ও আজম- একরামুল পরিষদের একরামুল হক (পিন্টু) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির কর্যালয়ে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোঃ হামিদুল হক ।
নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোঃহামিদুল হক বলেন, জেলা আইনজীবী সমিতির দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্য মোঃসোলায়মান (বিশু) ১০০ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে দুই প্যানেল থেকে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এই পদে একরামুল হক (পিন্টু)১০৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী হন।
তিনি আরও বলেন, সিনিয়র সহ-সভাপতি মোহাঃ আব্দুস সাত্তার (১) সহ-সভাপতি আলঃ মোহাঃ সোহরাব আলী (২) সহ-সাধারণ সম্পাদক মোহাঃ তসিবুর রহমান সহ-সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম পলাশ অর্থ সম্পাদক মোঃ মাসির আলী গ্রন্থাগার সম্পাদক মোঃ নূরে আলম সিদ্দিকী (আসাদ) সাংস্কৃতিক সম্পাদক মোঃ জাহির জামান (জনি), নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, মাইনুল ইসলাম, তানভীর আহমেদ সিদ্দিকী, মোঃ ইমরুল কয়েক জয়ী হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভোটার সংখ্যা ২১৯ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ২০৬ জন। ১৩ পদের বিপরীতে ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।