সোমবার, মে ২০, ২০২৪
spot_img

জুতা পায়ে শহীদ মিনারের নিউজ করায় সাংবাদিককে ইউএনও’র হুমকি

হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ‘দৈনিক সংবাদ সারাবেলা’র জেলা প্রতিনিধি শাহীন আলমকে হুমকি ও পুলিশ দিয়ে গ্রেফতার করার অভিযোগ উঠেছে গোমস্তাপুর উপজেলা নিবার্হী কর্মকতা নিশাত আনজুম অনন্যার বিরুদ্ধে।  

আজ রবিবার (৩মার্চ) গোমস্তাপুরে সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে আগামী ৭ ও ২৬ মার্চ দিবসের প্রস্তুতি সভায় প্রকাশ্যে এ হুমকি প্রদান করেন তিনি। আর এ নিয়ে জেলা ও উপজেলার সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হুমায়ন রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকতার্ রাইসুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকতার্ ডা. আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা মাহতাবুল আলম নুরীসহ সরকারি—বেসরকারি বিভিন্ন পযার্য়ের কর্মকতার্—কর্মচারি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
দৈনিক ‘সংবাদ সারাবেলার’ জেলা প্রতিনিধি শাহীন আলম অভিাযোগ করে বলেন, আজকে সকালে উপজেলা সম্মেলন কক্ষে ৭ মার্চ ও ২৬ মার্চ দিবস উপলক্ষে প্রস্তুতি সভা চলছিলো। সেই প্রস্তুতি সভায় আমিসহ উপজেলার সাংবাদিকবৃন্দ, প্রশাসনের বিভিন্ন পযার্য়ের কর্মকতার্—কর্মচারি, জনপ্রতিনিধি ও সুশলী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলো।

গত ২১ শে ফেব্রুয়ারি ‘শহীদ দিবস ও আন্তর্জার্তিক মাতৃভাষা দিবস’ উপলক্ষ্যে ‘শহীদ মিনারের সিঁড়িতে জুতা পায়ে এসিল্যান্ড, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা সমাজসেবা অফিসার’ শিরোনামে চ্যানেল ২৪ অনলাইন, সময় টিভি অনলাইন, সময়ের আলো পত্রিকা, স্থানীয় দৈনিক ‘দৈনিক চাঁপাই চিত্র’ অনলাইন পোর্টাল রাইজিং বিডি,  জাগো নিউজ, সময়ের কন্ঠস্বরসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। আর জুতা পায়ে শহীদ মিনারে উঠার সেই ছবি ও ভিডিও ধারণ করি আমি। আর এর জের ধরেই আমার নাম ধরে ইউএনও নিশাত আনজুম অনন্যা পরবর্তীতে এমন সংবাদ প্রকাশ করা হলে  পুলিশ দিয়ে গ্রেপ্তার করার হুমকি দিয়েছেন। সকল তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা নিউজ করেছি। কিন্তু প্রকাশ্যে নিবার্হী কর্মকতার এ ধরণের হুমকি কারোই কাম্য নয়। তিনি আরও বলেন এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবিও জানাচ্ছি প্রশাসনের কাছে।’

এদিকে এ ঘটনা জানাজানি হওয়ার পর জেলা ও উপজেলা সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুুল্লাহ আহমদ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, একজন উপজেলা নিবার্হী কর্মকতার্র এ ধরনের আচরণ স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে অন্তরায়। কোনভাবেই তিনি এ ধরনের আচরণ করতে পারেন না। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি। তা নাহলে গণমাধ্যম কর্মীরা আগামীতে আন্দোলনে যাবে।’  

রহনপুর রিপোটার্স ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন নাহিদ বলেন, নেগেটিভ সংবাদ একজন সাংবাদিক করতে পারবে না।আবার করলে গ্রেপ্তারের হুমকি এটা স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্থ করার শামিল। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ’
নাম প্রকাশ্যে অনিচ্ছুক উপজেলা আওয়ামীলীগের এক নেত্রী বলেন, জুতা পায়ে শহীদ মিনারে উঠার নিউজ করার কারনে ইউএনও গ্রেপ্তারের হুমকি দিয়েছেন সবার সামনেই।

সুশাসনের জন্য নাগরিক—সূজনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল এ ঘটনার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে বলেন, প্রথমত শহীদ মিনারে জুতা পায়ে উঠে এমনিতেই তারা অন্যায় করেছেন। তার উপর নিউজ করার  প্রেক্ষিতে প্রকাশ্যে এ ধরনের হুমকি একজন নিবার্হী কর্মকতার কাছ থেকে আশা করা যায়না। উর্ধ্বতন কতৃর্পক্ষের দৃষ্টি আকর্ষন করছি এবং বিষয়টি খতিয়ে দেখে অপ্রীতিকর এই ঘটনার সুরাহা করবেন।
এদিকে ওই সভায় থাকা গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, আমি সেখানে উপস্থিত ছিলাম। তবে পুলিশ দিয়ে সাংবাদিককে ধরিয়ে দেয়ার হুমকির বিষয়ে আমি কিছু জানিনা। আমি সভার শেষ পর্যন্ত ছিলাম না।

এদিকে অভিযোগের বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকতার্ নিশাত আনজুম অনন্যা মোবাইল ফোনে বলেন, আজকের বিষয় নিয়ে কোন কথা বলতে চাইলে আপনি সরাসরি আমার অফিসে এসে কথা বলতে পারেন। আমি ফোনে কোন কিছু বলতে চাচ্ছি না।’  

জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) দেবেন্দ্রনাথ উরাঁও জানান,‘এ বিষয়ে আমরা শুনেছি। আমি একজন অফিসার পাঠিয়ে বিষয়টির সত্যতা যাচাই—বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর