রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
spot_img

পাঁচবিবিতে ছাত্রদল নেতাকর্মীদের শহীদ বিশালের কবর জিয়ারত

জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ বিশালের কবর জিয়ারত ও তার পরিবারের খোঁজ খবর নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাতিক রহমান।

জেলা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টায় শহীদ বিশালের বাড়ি উপজেলার রতনপুরে উপস্থিত হন তিনি। সেখানে তার কবর জিয়ারত করেন এবং বিশালের পরিবারের খোঁজ খবর ও তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ সাধারন সম্পাদক মিশকাত হাসান, পাঁচবিবি পৌর ছাত্রদলের ১ নং যুগ্ম আহ্বায়ক রাকিব সরদার, ছাত্রদল নেতা রকি, রিপন, রায়হান, সজীব, আরিয়ান, মজনু, সৈকত, যুবদল নেতা হানিফ শেখ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, নজিবুল সরকার বিশালের বাবা উপজেলার রতনপুর গ্রামের দরিদ্র শ্যালো মেকানিক মজিদুল সরকারের পুত্র ও পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট (বিএম) কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

পরে নেতৃবৃন্দ আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ২০২২ সালে নৃশংসভাবে নিহত পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফারুক হোসেনের পরিবারের খোঁজ খবর নেন।

জয়নাল আবেদীন জয়/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর