সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
spot_img

নওগাঁয় পুলিশের কার্যক্রম পুনরায় চালু, জননিরাপত্তায় আশার আলো

নওগাঁ জেলা প্রতিনিধি: এক সপ্তাহের কর্মবিরতির পর নওগাঁয় আবারো পুলিশের পোশাকে কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। গত কয়েকদিন ধরে থানা কার্যক্রম চলমান থাকলেও, পুলিশের পোশাক পরে মাঠ পর্যায়ে সরাসরি কাজ করা বন্ধ ছিল।

তবে সোমবার (১২ আগস্ট) সকালে নওগাঁ শহরের মুক্তির মোড়ে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ট্রাফিক ব্যবস্থাপনা পুনরায় চালু করার মাধ্যমে পুলিশ সদস্যরা পূর্ণোদ্যমে কাজ শুরু করেন।

এই পদক্ষেপে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জেলার সাধারণ মানুষ। নওগাঁর প্রতিটি কোণে, যেখানে গত সপ্তাহজুড়ে নিরাপত্তা ব্যবস্থার অভাবে মানুষের মনে উদ্বেগ এবং অস্থিরতা ছিল, সেখানে পুলিশের কাজে ফেরা স্বস্তির বার্তা নিয়ে এসেছে। শহরের ব্যস্ত মোড়ে, বাজারে, এবং প্রধান সড়কগুলোতে পুলিশ সদস্যদের উপস্থিতি সাধারণ মানুষের মনে আবারো নিরাপত্তার বোধ জাগিয়ে তুলেছে।

পুলিশের কাজে ফেরার পর, সাধারণ শিক্ষার্থী এবং বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণির মানুষ তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পুলিশের কাজে ফেরার ফলে তারা পুনরায় পড়াশোনায় মনোনিবেশ করতে পারবে। এমনকি কয়েকজন অভিভাবকও পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যারা তাদের সন্তানদের নিরাপত্তার জন্য দিনরাত কাজ করছেন।

নওগাঁ পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক এ প্রসঙ্গে সাংবাদিকদের জানান, “গত কয়েকদিন ধরে থানা কার্যক্রম স্বাভাবিক ছিল এবং সেনাবাহিনীর সাথে যৌথ টহল অব্যাহত ছিল। তবে আজ থেকে পুলিশ সদস্যরা আবারো পূর্ণোদ্যমে মাঠে নেমেছেন। মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ সবসময় প্রস্তুত থাকবে এবং দায়িত্ব পালনে কোনো ত্রুটি হবে না।”

পুলিশ সুপার আরও উল্লেখ করেন যে, পুলিশের এই পুনরায় কাজ শুরু করা শুধুমাত্র সড়ক এবং ট্রাফিক ব্যবস্থাপনায় সীমাবদ্ধ থাকবে না, বরং অন্যান্য নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করবে।

এদিকে, শহরের বিভিন্ন স্থানে পুলিশের উপস্থিতি সাধারণ মানুষের মনে নিরাপত্তা বোধ ফিরিয়ে এনেছে। অনেকেই মনে করেন যে, এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে, নওগাঁর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে।

প্রশাসনের এমন পদক্ষেপে সাধারণ মানুষের মাঝে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই অঙ্গীকারের ফলে সাধারণ মানুষ এখন আরো বেশি নিরাপদ বোধ করছেন।

মো: এ কে নোমান/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর