সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
spot_img

নওগাঁয় শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী অবস্থান কর্মসূচি ও বিএনপির গণহ’ত্যা বিচার দাবি

জেলা প্রতিনিধি, নওগাঁ: নওগাঁয় শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল শহরের মুক্তির মোড় শহীদ মিনারে জমায়েত হতে শুরু করে শিক্ষার্থীরা। সেখানে শেখ হাসিনার বিচার এবং গণহত্যার শাস্তি দাবি করে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষও একাত্মতা প্রকাশ করে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে।

ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে এই কর্মসূচি। তাদের প্রধান দাবি হলো শেখ হাসিনার বিচার, জাতীয় সম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা।

অন্যদিকে, নওগাঁ জেলা বিএনপিও গণহত্যা এবং শেখ হাসিনার বিচার দাবিতে দ্বিতীয় দিনের মতো তাদের অবস্থান কর্মসূচি পালন করে। বিএনপির নেতা-কর্মীরা সকাল থেকে শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে এসে জড়ো হয়। পরে সেখানে গণহত্যা ও সরকারের অব্যাহত দুর্নীতির বিরুদ্ধে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

বিএনপির এই কর্মসূচিতে জেলা বিএনপির অঙ্গ সংগঠনগুলোর নেতা-কর্মীরা বক্তব্য রাখেন এবং বর্তমান সরকারের প্রতি তাদের প্রতিবাদ প্রকাশ করেন। তারা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ ও বিচার দাবি করেন। একইসাথে তারা সরকার পতন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

নওগাঁর মতো শহরেও এমন রাজনৈতিক উত্তেজনা এবং ছাত্র আন্দোলন দেখিয়ে দেয় যে দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। এমন কর্মসূচি দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে আরও সচেতনতা বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর পথও সুগম করছে।

মো: এ কে নোমান/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর