নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন ঘুষ ও দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। বুধবার (১১ সেপ্টেম্বর, ২০২৪) সকাল ১১:৩০ মিনিটে তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অঙ্গীকার করেন। জেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়ের সময় তিনি বলেন, “নওগাঁকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলতে চাই। আমি চাই ঘুষ ও দুর্নীতি মুক্ত পুলিশ বাহিনী গড়ে উঠুক।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমান (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান, এহশানুল হক, ফৌজিয়া খান, ডিআইও-১ বজলার রহমান, ওসি (ডিবি) মো. হাসমত আলী এবং সদর থানার ওসি মো. জাহিদুল হক।
সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন তার বক্তব্যে বলেন, “নওগাঁ জেলা শান্তিপূর্ণ একটি এলাকা। এখানকার মানুষ শান্তিপ্রিয় ও সৎ। আমি চাই এই শান্তির ধারা অব্যাহত থাকুক এবং জনগণ যেন আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা রাখতে পারে।”
সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি আরও বলেন, “আমি বগুড়া জেলার কাহালু উপজেলার একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছি। রংপুর ক্যাডেট কলেজ থেকে এইচএসসি পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেছি। ২৪তম বিসিএসে উত্তীর্ণ হয়ে পুলিশ বিভাগে যোগদান করেছি এবং নওগাঁর দায়িত্ব নেওয়ার আগে ঢাকা সিআইডি’র প্রধান কার্যালয়ে দায়িত্ব পালন করেছি।”
সাংবাদিকরা এ সময় নওগাঁর ট্রাফিক জ্যাম, মাদক ব্যবসা, জুয়া, চাঁদাবাজি এবং বিভিন্ন রাজনৈতিক নেতাদের ক্ষমতার অপব্যবহারসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার সেগুলো গুরুত্বের সাথে শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি জানান, “আমি সব সমস্যাগুলো নোট নিয়েছি এবং জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় পর্যায়ক্রমে সেগুলোর সমাধান করবো।”
তিনি আরও বলেন, “যে কোনো অপরাধী, সে যতই প্রভাবশালী হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না। মাদক, জুয়া, চোরাচালান বা অন্যান্য অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশ সুপার সকল সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনাদের সহযোগিতা পেলে আমি নওগাঁ জেলাকে সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে সক্ষম হবো। আমি বিশ্বাস করি, নওগাঁবাসীকে নিরাপত্তা ও শান্তি প্রদানে আমি সফল হবো।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক লাখো কণ্ঠের প্রতিনিধি মো. খোরশেদ আলম, ইন্ডিপেন্ডেন্ট টিভির সাদেকুল ইসলাম, সময় টিভির এম আর রকি, এশিয়ান টিভির রাশেদুল ইসলাম, সকালের শিরোনাম পত্রিকার বেলাল হোসেন এবং সাংবাদিক ওয়াদুদ প্রমুখ।
মো: এ কে নোমান/এস আই আর